বগুড়ায় নতুন বই নিতে গিয়ে একসঙ্গে তিন স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তিন যুবককে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ করা হয়েছে।
রোববার (২ জানুয়ারি) ওই তিন শিক্ষার্থীর অভিভাবক তিন যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। এর আগে শনিবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিন শিবগঞ্জের মোকামতলা থেকে নিখোঁজ হয় ওই তিন শিক্ষার্থী।
অভিযুক্ত যুবকেরা হলেন উপজেলার মুরাদপুর গ্রামের তারাজুল ইসলামের ছেলে সাকিল আহম্মেদ (২২), শংকরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রবিন শেখ (২৩) ও অভিরামপুর গাজমাতলা গ্রামের মাহফুজার রহমামের ছেলে জাবির ইসলাম (২২)।
থানায় করা অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার মোকামতলার নবম শ্রেণির তিন ছাত্রী ১ জানুয়ারি নতুন ক্লাসের বই নিতে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে ওই শিক্ষার্থীরা আর বাড়ি ফেরেনি। তাদের অভিভাবকরা আত্মীয়স্বজনের বাড়িতে তাদের সন্ধান করে খোঁজখবর না পেয়ে থানায় গিয়ে তিন যুবকের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগকারীদের মধ্যে আবু তালেব মন্টু বলেন, “আমাদের মেয়েদের বখাটে যুবকেরা কৌশলে তুলে নিয়ে গেছে। মেয়েদের সন্ধান না পাওয়ায় তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।”
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “এ ব্যাপারে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”